স্বাধীনতার মাসেই জাতিসংঘের সদর দফতরে 'বাংলাদেশ লাউঞ্জ'র উদ্বোধন করা হচ্ছে। আগামী ১৬ মার্চ দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. মোমেন বলেছেন, বাংলাদেশ লাউঞ্জ চালু হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক এ সংস্থায় বাংলাদেশের গৌরবময় ভূমিকার আরেকটি স্বীকৃতির প্রতিফলন ঘটবে।
স্পীকার এর আগে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধিদের সাথেও বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশ মিশনে আরেকটি অনুষ্ঠানে তিনি কমিউনিটির বিশিষ্টজনদের সাথে মিলিত হবেন।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৫/মাহবুব