স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগে নেতাকর্মীদের অংশগ্রহণে ২৫ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল) নিউইয়র্ক সিটির ব্রুকলিনে গ্রিনপার্টি হাউজে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা প্রবাসের মুক্তিকামী বাঙালিদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ হাইজ্যাক করেছিল পাকিস্তানি হায়েনার সমর্থকরা। এরপর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় আবারও আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়ানোর পথে এগুচ্ছে, ঠিক তেমনি সময়ে একাত্তরের পরাজিত শত্রুরা বিএনপির সঙ্গে জোট বেঁধে বাংলদেশে নাশকতা চাচ্ছে। এদের মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ থেকে চিরতরে নির্মুলের জন্যে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।
সংগঠনের সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন লেখক-সাংবাদিক ও বিটিভির সাবেক প্রযোজক বেলাল বেগ, মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যবেক্ষণকারী নজরুল ইসলাম বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব মশিউল আলম জগলু, মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন আমিন, আওয়ামী লীগ নেতা রাফায়েত চৌধুরী, মোস্তফা কামাল পাশা মানিক, আশ্রাফউদ্দিন, আবুল হাসান মহিউদ্দিন, আবুল কাশেম, সিবলী সাদিক শিবলু, ইসমত হক খোকন, আশরাফ আলী খান লিটন প্রমুখ।
গভীর রাতে প্রবাসের বিশিষ্ট শিল্পী শাহ মাহমুদের কণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৫/ রশিদা