ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) কিসমত হাসেম (৬৫) মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬ টায় কানাডার মন্ট্রিলে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কিসমতের ছোট ভাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু।
শুক্রবার জুমার নামাজের পর জানাযা শেষে তাকে মন্ট্রিলে দাফন করা হবে বলে তিনি জানান।
কিসমত হাসেম এমন দিনে মারা গেলেন যেদিন বাংলাদেশে উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। বঙ্গবন্ধু হত্যা মামলায়ও আসামি ছিলেন কিসমত। তবে রায়ে তিনি খালাস পান। কিসমত হাসেমের বাড়ি নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায়। ১৯৭৫ সালে সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে ওই বছর ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মুনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে। এ ঘটনার পরেই দেশ ছাড়েন কিসমত হাসেম।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৫/এস আহমেদ