পশ্চিমবঙ্গের রানাঘাট গণধর্ষণ কাণ্ডে দুইজনকে গ্রেফতার করেছে রাজ্যটির তদন্তকারী সংস্থা (সিআইডি)। ধৃতদের নাম গোপাল সরকার ও সালিম শেখ।
বৃহস্পতিবার সিআইডি'র তরফে ডিআইজি (অপারেশন) দিলীপ আদক এক সংবাদ সম্মেলন করে জানান ‘গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি সিআইডি পিনাকী রঞ্জন দাসের নেতৃত্বে একটি গোয়েন্দা দল মুম্বাইয়ে হানা দেয়। এরপর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সাহায্য নিয়ে গতকাল বুধবার রাত ৩টার দিকে দক্ষিণ মুম্বাইয়ের নাগাপাদা থানার অন্তর্গত ২ নম্বর পীরখানা স্ট্রীট থেকে ৪০ বছর বয়স্ক সিকান্দর শেখ ওরফে সালিমকে গ্রেফতার করা হয়। সালিম বাংলাদেশের বাসিন্দা হলেও সে মুম্বাইতে থাকতো। জেরায় রানাঘাট ধর্ষণ কান্ডে সালিম নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি। বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে সালিমকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম পাপিয়া দাস। সালিমের হয়ে এদিন কোন আইনজীবীই সওয়াল করেননি।
অন্যদিকে রানাঘাট ধর্ষণকাণ্ডে দুর্বৃত্তদের বিভিন্ন সময়ে আশ্রয় দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরার গোলাবাড়ি থেকে গোপাল সরকার নামে আরও একজনকে গ্রেফতার করে সিআইডি'র গোয়েন্দারা। দিলীপ আদক জানান ‘গোপাল আদতে বাংলাদেশের বাসিন্দা। ২০০২ সালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে হাবরা শহরে বসবাস করছে’। ধৃতদের জেরা করে বাকী অভিযুক্তদেরও খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ আদক।
মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়াও জানিয়েছেন ‘ধৃত সালিম মুম্বাইয়ে বসবাস করলেও নিয়মিত মুম্বাই এবং পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত করতো। মুম্বাইয়ে একটি বাসা ভাড়া নিয়ে সে থাকতো, গতকাল সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৫/এস আহমেদ