' স্বাধীনতার ৪৪ বছরে আমাদের অনেক অর্জন আছে। আমরা এগিয়ে গেছি, আরো সামনের দিকে এগিয়ে যাবো। একসময় গরীব দেশ হিসেবে পরিচিত থাকায় বাংলাদেশ নিয়ে আমরা বিদেশে কিছু বলতে পারতাম না, এখন বলতে হবে। কারণ, জাতি হিসেবে আমরা সফল, স্বার্থক। কখনও ছোট হয়ে থাকবেন না, আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে।'
আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক ৪৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। বৃহস্পতিবার রাতে আবুধাবীর ক্যাশেল হোটেলে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত কমিউনিটির নেতাদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, 'আপনারা বাংলাদেশিদের সচেতন করবেন। তারা যেন নিজেদের মধ্যে ছোটখাটো ঝামেলা নিয়ে সরাসরি পুলিশের কাছে না যায়। প্রথমে দূতাবাস ও কমিউনিটি নেতাদের সাহায্য নিয়ে সেসব সমস্যা সমাধানের চেষ্টা করবেন। কারণ নিজেদের মধ্যে ছোট-খাটো ঝগড়া-বিবাদ নিয়ে আমরা ছুঁটে যাই পুলিশের কাছে, আদালতে। আমিরাতের আদালতে শতকরা ৭০ ভাগ মামলার বাদী-বিবাদী বাংলাদেশি। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। বাংলাদেশিদের এই বদনামটা গোছাতে পারলে পাশাপাশি আমিরাতের নিয়মকানুন মেনে এদেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হলে খুব শিগগিরই ভিসার জট খুলে যাবে।'
আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসাইন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দূতাবাসের লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী, জনতা ব্যাংকের সিইউ ইসমাইল হোসাইন, লেখক ও গবেষক খালেদ ইয়ার, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোকসদ আলী, বিমানের কান্ট্রি ম্যানেজার ইকবাল হোসেন, নুর মোহাম্মদ, কামরুল ইসলাম হালিম, শেখ রুহুল আমিন, ইঞ্জিনিয়ার ইসহাক ভূঁইয়া। বক্তারা বলেন, ঘরে বাইরে এখন দূরের কোনো শত্রু নেই। নেই ভারতীয় আর বিহারী শত্রু। আমাদের চারপাশে এখন দেশীয় শত্রু। দেশীয় শত্রুদের থেকে বেঁচে থাকতে হবে। দেশপ্রেমিক হতে হবে। ত্যাগ শিকার করুন, দেশের জন্য কাজ করুন। '
অনুষ্ঠানে আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইমরাত হোসেন ইমু, শাহ আলম ভূঁইয়া, শওকত আকবর, মনিরুল ইসলাম মনির, আজিম সিকদার, এবিএম আবু মুছা প্রমুখ।