আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের সাধারণ নির্বাচন। নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন ৭ বাংলাদেশি বংশোদ্ভূত। এদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। ৭ জনের মধ্যে অন্তত তিনজন প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা।
ব্রিটেনে প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশির বাস। তাদের পক্ষে এতদিন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছেন মাত্র একজন। তবে এবার হয়তো পরিবর্তন আসতে যাচ্ছে সেই অবস্থার।
লেবার পার্টির ব্ল্যাক অ্যান্ড এথনিক মাইনরিটি টাস্কফোর্সের চেয়ারম্যান কিভ ভাজ বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত ৩ জন পার্লামেন্ট সদস্যের জয়ী হবার সম্ভাবনা আছে। যা নিঃসন্দেহে একটি দারুণ খবর।
মনোনয়নপ্রাপ্ত ৭ জন ব্রিটিশ-বাংলাদেশিরা হলেন: বর্তমান এমপি রুশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রূপা হক, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আখলাকুল ইসলাম, মেরিনা আহমেদ ও সুমন হক।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৫/ রশিদা