মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানার্থে এক অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, কুয়েত। ২৬ মার্চ সন্ধ্যায় হোটেল ক্রাউন প্লাজায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি, ডিফেন্স অ্যাট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছিমুলি গণি, কাউন্সিলর মাহবুবুল আলম, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, প্রথম সচিব এম এ জলীলসহ দূতাবাসের কর্মকর্তারা আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
দু'দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি কুয়েতের minister of social affairs & labour and minister of planning and development হিন্দ বার্রাক আল সাবীহ। সে সময় কুয়েতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট’র সদস্যবৃন্দ, দেশ-বিদেশের সাংবাদিকসহ প্রবাসী সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অভ্যর্থনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য সকলের মাঝে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদীর্ঘ করার কথা ব্যক্ত করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন । বাংলাদেশের সকল জাতীয় অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আমন্ত্রণ করে আমাদের কৃষ্টি-সংস্কৃতি সম্পর্কে ধারণা দিলে সারাবিশ্বে ছড়িয়ে যাবে এবং জাতীয়ভাবে সমগ্র বিশ্বে স্বীকৃতি পাবে সুধীজনেরা মনে করেন।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ, ২০১৫/ রশিদা