চট্রগ্রাম ষ্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর ম্যানেজিং ডিরেক্টর ওয়ালী উল মারুফ মতিন বলেছেন, চিটাগং ষ্টক এক্সচেঞ্জ এখন আধুনিকতার দিকে আরো কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে। সঠিক রাস্তায় বিনিয়োগ করার জন্য প্রবাসীদের উচিত এখনই এগিয়ে আসা। পূর্ব লন্ডনে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও লন্ডনে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি জায়গা। এখানকার জিডিপি গ্রোথ উদাহরণযোগ্য। এছাড়া ভবিষতের সেরা ১০ সম্ভাবনাময় দেশের তালিকায়ও বাংলাদেশ রয়েছে। এতো সম্ভাবনার দেশে অবশ্যই প্রবাসীদের উচিত ষ্টক মার্কেটে বিনিয়োগ করা। ষ্টক মার্কেট মানেই যে বিনিয়োগ নষ্ট করার মার্কেট সেটা ঠিক নয়। এজন্য উচিত বুঝে শুনে বিনিয়োগ করা। আমরা পৃথিবীর উন্নত দেশ থেকে ধারণা নিয়ে আমাদের ষ্টক এক্সচেঞ্জ খাতকে ঢেলে সাজাচ্ছি।
সভায় উপস্থিত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক বলেন, ব্রিটেনে বাংলাদেশিরা এখন নানা ধরনের ব্যবসায় বিনিয়োগ করছেন। কাজ করছেন ভালো ভালো জায়গায়। তাদেরকে উৎসাহ দিয়ে বাংলাদেশে নিয়ে যেতে হবে।
রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর বশির আহমেদ বলেন, ষ্টক এক্সচেঞ্জ ব্যবসা হচ্ছে নলেজ বেইজড ব্যবসা। আমাদের প্রবাসী বাংলাদেশিরা যদি তাদের নলেজ (মার্কেট সম্পর্কে জ্ঞান) ব্যবহার করে ষ্টক এক্সচেঞ্জে সঠিক জায়গায় বিনিয়োগ করেন তাহলে সেই বিনিয়োগ নিশ্চিত বিনিয়োগ হবে।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর এম এ কাইয়ূম এবং মনির আহমেদ।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ ২০১৫/ এস আহমেদ