সায়েদ আহমদ সাদ ও মিয়া আক্তার হোসেন সানুর নেতৃত্বেই যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। রবিবার পূর্ব লন্ডনে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার।
পূর্ব লন্ডনের ব্রিকলেইনের কারি ক্যাপিটাল রেস্টুরেন্টে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন সফররত মোল্লা কাওসার জানান, সায়েদ আহমদ সাদ ও মিয়া আক্তার হোসেন সানু যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বিগত কয়েক বছর ধরে সায়েদ আহমদ ও মিয়া আক্তার হোসেন হোসেন সানুর নেতৃত্বে যুক্তরাজ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী সম্মেলনের পূর্ব পর্যন্ত সাদ, সানু মিয়ার নেতৃত্বে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হবে।
উল্লেখ্য, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে আরও দুইজনের দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় সভাপতির এ ঘোষণা এলো।
মতবিনিময় সভায় শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ প্রবাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করে মোল্লা আবু কাওসার বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সঙ্গে সহযোগী সংগঠন হিসেবে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগকে সবসময় জননেত্রী শেখ হাসিনার পক্ষের সকল আন্দোলন, সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন সানুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বর্ষীয়ান সাংবাদিক, কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন লন্ডন সফররত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুলসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া মিরন।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন সংগঠনের সহ সভাপতি ফয়েজ খান তৌহিদ, আহবাব মিয়া, এনামুল হক, শাহ মো. রিয়াদ তুষার, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক নুরুল হুদা চৌধুরী পাভেল, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজ চৌধুরী শহীদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান রুবেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝলক পাল, আবুল কালাম, দেলওয়ার হোসেন চৌধুরী হিরা, সাজারুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৫/ রশিদা