আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বেথনালগ্রিন ও বো আসনের এমপি প্রার্থী রোশনারা আলীর আনুষ্ঠানিক নির্বাচনী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার। এসময় নিবার্চনের জন্য ফান্ড রাইজিং ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।
ইস্ট লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটির পিপলস হলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেবার পার্টির সাবেক নেতা নীল কিনক। এসময় আরও উপস্থিত ছিলেন মার্গারেট হজ এমপি, লিন ব্রাউন এমপি, ফ্রাংক ডবসন এমপি, টাওয়ার হ্যামলেট লবার লিডার রেইসেল স্যান্ডাসর। অনুষ্ঠানটি পরিচালনা করেন পপলার ও লাইম হাউজের এমপি জিম ফিজপেট্রিক।
অনুষ্ঠানে রোশনারা আলী এমপি বলেন, টোরি সরকারের সময়ে টাওয়ার হ্যামলেটে বারায় দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে। কনজারভেটিভ আবার ক্ষমতায় এলে দারিদ্রতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৫/ রশিদা