আগামী ৩ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ওমান সরকার। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জেল, জরিমানা ছাড়াই ওমান থেকে নিজ দেশে ফিরে যেতে পারবেন অবৈধ অভিবাসীরা। এছাড়াও ফেরত আসা শ্রমিকেরা কমপক্ষে তিনবছর পর ফের দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।
এর আগে ২০০৯-১০ সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল দেশটি। তখন প্রায় ৬০ হাজার অবৈধ অভিবাসী এ সুযোগ গ্রহণ করতে পেরেছিলেন। প্রায় পাঁচবছর পরে এবার পুনরায় সাধারণ ক্ষমা ঘোষণা করায় বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের কমপক্ষে পঞ্চাশ হাজার নাগরিক এ সুযোগ গ্রহণ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া হালনাগাদ করা শুরু করেছে। এ ব্যাপারে অনেক শ্রমিক দূতাবাসে যোগাযোগ করতে শুরু করেছেন।
উল্লেখ্য, ওমানে বিদেশি শ্রমিকদের সংখ্যার অনুপাতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শ্রমিক পাঠানোর দিক থেকে ওমান বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বৈদেশিক শ্রমবাজার।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৫/ রশিদা