বাংলাদেশিরা চাইলে বিদেশের মাটিতেও স্বল্প সময়ে একটি মিনি বাংলাদেশ তৈরি করে নিতে পারে, তারই উদাহরণ হয়ে থাকবে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মদিনা ক্রিকেট স্টেডিয়ামে বাংলা হ্যারেটেজের আয়োজিত পজেটিভ বাংলাদেশ বৈশাখী মেলা ১৪২২।
দিনব্যাপী মেলায় শতাধিক স্টল, বৈশাখী মঞ্চ, শিশু কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এন্ট্রি ভাইরাস টিমের নাটিকা, প্রবাসী শিল্পী ও ব্যান্ড দল 'স'-এর পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ও ফোক শিল্পী ফকির শাহবুদ্দিনের গানে মাতে স্টেডিয়াম ভর্তি প্রায় পনের হাজার প্রবাসী বাংলাদেশি।
সকাল থেকে বৈশাখী মেলার কার্যক্রম শুরু হলেও বিকেলে বৈশাখী মেলার উদ্বোধন করেন আমিরাতের নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. ইমরান। এতে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটের কনস্যাল জেনারেল মাসুদুর রহমান, মেলার টাইটেল স্পন্সর আহাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, বাংলা হ্যারিটেজের সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী আবদুল মান্নান, সাধারণ সম্পাদক রফিকুল্লাহ গাযালী প্রমুখ। এসময় মেলার উদ্বোধক বাংলা হ্যারেটেজের পজেটিভ বাংলাদেশকে এমন আয়োজনের জন্য সাধুবাদ জানান।
বিকেল গড়াতে ভিড় বাড়ে মেলায়। ধীরে ধীরে কানায় কানায় পূর্ণ হয় পুরো স্টেডিয়াম। মেলার আকর্ষণ বাড়াতে ভিন্ন নামে নিজস্ব স্টল সাজায় প্রবাসীরা। এগুলো মধ্যে দৃষ্টি কাড়ে 'স্নাতক ফেরিওয়ালা', 'টক ঝাল মিষ্টি', 'সোশ্যাল ক্লাব দুবাই', ' বৃহত্তর কুমিল্ল ওয়েলফেয়ার', 'চট্টগ্রাম সমিতি দুবাই', 'এন.আর.বি কেয়ার' 'রাঙ্গামাটি ', 'বিমান বাংলাদেশ', 'হারামাইন পারফিউম'। একদিকে মেলা অন্যদিকে চলতে থাকে শিশু কিশোরদের পরিবেশনায় বৈশাখের গানে নৃত্যানুষ্ঠান, পিঠা প্রতিযোগিতা ও রশিটানা প্রতিযোগিতা।
সন্ধ্যার পর প্রবাসী সঙ্গীতশিল্পীরা মঞ্চে ওঠেন। ততক্ষণে দর্শকে ভরে যায় পুরো স্টেডিয়াম। একে একে তাদের পরিবেশনা শেষ করার পর মঞ্চে আসে ব্যান্ড দল 'স'। সঙ্গীতানুষ্ঠান শেষে অনুষ্ঠানের সঞ্চালক আফতাব মুনির টানানেন অনুষ্ঠানের মধ্য বিরতি। বিরতিতে দেয়া হয় প্রবাসী তিনজন সফল পিতাকে সংর্বধনা। এসময় তাদের হাতে পাঁচশ' ডলার করে ও সনদ তুলে দেন মেলার কমিটি। এরপর শুরু হয় রফিকুল্লাহ গাযালীর পরিকল্পনায় এন্ট্রিভাইরাস টিমের পরিবেশনায় নাটিক ও শেষে ফকির শাহবুদ্দীনের গান। সবশেষে মেলা বাংলা হ্যারেটেজের সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে স্থানীয় সময় রাত বারটায় দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৫/ রশিদা