গতকাল ৩ মে ছিলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে সারাবিশ্বের কর্মরত সাংবাদিকদের অধিকার ও মর্যাদার প্রশ্নে আপসহীন স্বেচ্ছাসেবী সংস্থা 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস' (সিপিজে) একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছর এপ্রিল পর্যন্ত ৪ মাসে বিশ্বে কর্মরত অবস্থায় ২৭ সাংবাদিক খুন হয়েছেন। এর মধ্যে পেশাগত কারণে খুনের সংখ্যা ২১। বাংলাদেশের রয়েছেন দু'জন।
এরা হলেন অভিজিত রায় এবং ওয়াশিকুর রহমান বাবু। খুন হওয়া অপর সাংবাদিকরা হলেন ফ্রান্সে-৮, সাউথ সুদানে-৫ এবং ব্রাজিল, ইয়েমেন, সিরিয়া, মেক্সিকো, ইউক্রেইন এবং গুয়াতেমালায় একজন করে।
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংস্থার তথ্য অনুযায়ী পেশাগত কারণে খুন হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি যে ৬ সাংবাদিক খুন হয়েছেন তারা দু'জন কলম্বিয়ার। অপর ৪ জন হলেন ফিলিপাইন, গুয়াতেমালা, ব্রাজিল এবং ইয়েমেনের একজন করে।
মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হয়। জাতিসংঘ কর্তৃক ঘোষিত ১৯৯৩ সাল থেকে প্রতিবছর ৩ মে দিনটি পালিত হয়ে আসছে।
১৯৯২ সাল থেকে সিপিজে কর্মরত সাংবাদিকদের তথ্য সংরক্ষণ করছে। সে অনুযায়ী ১৯৯৬ সাল থেকে চলতি এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ২৫ সাংবাদিক খুন হয়েছেন। এর মধ্যে পেশাগত কারণেই খুন হয়েছেন ১৭ জন।