কারাবন্দি বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যুতে নিউইয়র্কে বিএনপি এবং ছাত্রদল পৃথক পৃথকভাবে বিক্ষোভ করেছে।
৩ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসে খাবার বাড়ির সামনে স্টেট বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগও করা হয় সরকারের বিরুদ্ধে।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাঈদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জসীম ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসীমউদ্দিন ভিপি, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান এবং রুহুল আমিন নাসির, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সেক্রেটারি আশরাফুল ইসলাম প্রমুখ।
অপরদিকে যুক্তরাষ্ট্র ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি আতাউর রহমান আতা এবং পরিচালনা করেন সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি। অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদকত সৈয়দ রেজা, আনোয়ারুল ইসলাম এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন।