বাংলাদেশের ন্যায় সূদূর প্রবাস বাহরাইনেও নানা উৎসাহ উদ্রতেদীপনায় উদযাপন করা হয়েছে বৈশাখী মেলা। বাংলাদেশ স্কুল ও কমিউনিটির সহায়তায় গত ১ মে স্থানীয় আ-লি নামক স্থানে স্কুলের নিজস্ব ভূমিতে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাস কর্মকর্তা (লেবার কাউন্সেলর) মহিবুল্লাহসহ বাংলাদেশ দূতাবাস, স্কুল ও কমিউনিটির কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ। মেলার মিডিয়া পার্টনার ছিল এনটিভি।
সহস্রাধিক প্রবাসী কর্মব্যস্ত জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। মেলায় বিভিন্ন হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, খেলার সামগ্রী, লিন্নাস ট্রাভেলস এন্ড কার্গোসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ৬১টি স্টল স্থান পায়। মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল র্যাফেল ড্র। মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা একে অন্যের সঙ্গে মতবিনিময় করার সুযোগ লাভ করেন। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করে হাজার হাজার প্রবাসী বাঙালি।
বিডি-প্রতিদিন/ ০৫ মে, ২০১৫/ রশিদা