আগামী ৭ মে অনুষ্ঠিতব্য যুক্তরাজ্য নির্বাচনে প্রচারণার শেষ দিন বুধবার বেশ ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নির্বাচনে জয় নিশ্চিত করতে পার্টি প্রধানরা চষে বেড়াচ্ছেন দেশের এ মাথা থেকে ও মাথা।
ইতোমধ্যে প্রচারণা চালাতে বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি নেতা ডেভিড ক্যামেরন পশ্চিম ইংল্যান্ড হয়ে স্কটল্যান্ডের পথে চলেছেন বলে জানা গেছে। নিক ক্লেগের নেতৃত্বাধীন লিবারেল ডেমোকেট্রিক পার্টি প্রচারণা চালাচ্ছেন শিষ্টাচার ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি নিয়ে। তিনি প্রচারণায় ব্যস্ত জন ও’গ্রটস হয়ে স্কটল্যান্ডের পথে। এড মিলিব্যান্ড প্রচারণা চালাচ্ছেন কনজারভেটিভের ঘাঁটি বলে পরিচিত উত্তর ইংল্যান্ডের এলাকাগুলোতে।
২০১০ সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের করজারভেটিভ পার্টি তিনশ’ ৭ আসনে জয় লাভ করে । অন্যদিকে, লেবার পার্টি ওই নির্বাচনে পায় দুইশ’ ৫৮ আসন।
এর বিপরীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অবস্থা বেশ নাজুকই ছিল ২০১০ সালের নির্বাচনে। ওই নির্বাচনে দলটি ৫৭ আসনে জয় পায়। এছাড়া মাত্র এক আসনে জয় পায় গ্রিন পার্টি।
বিডি-প্রতিদিন/ ০৬ মে, ২০১৫/ রশিদা