ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে-২০১৪ সেশনে 'এ' এবং 'ও' লেভেল পরীক্ষায় মোট আটটি বিষয়ে ওয়ার্ল্ড মেধা তালিকায় স্থান পেয়েছেন সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি) শাখার বাংলাদেশি শিক্ষার্থীরা।
সম্প্রতি কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারীদের সম্মানে স্থানীয় একটি হোটেলে সংবর্ধণা দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম।
বিশেষ অতিথি ছিলেন কনসাল (শিক্ষা ও শ্রম) রেজা-ই-রাব্বি, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন মাহমুদ, পর্ষদ সদস্য মো. ইলিয়াস, মো. ইয়াহিয়া চৌধুরী, ডা. মো. মাহবুব উল্লাহ, মো. আতিকুল ইসলাম আলভি, মো. মুসা খান। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শ্রীলঙ্কান নাগরিক মাজাজিয়া মোবারক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোনার মেডেল ও ক্রেস্ট দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৫/মাহবুব