বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাবেক অথর্মন্ত্রী মরহুম শাহ এ এম এস কিবরিয়ার ছেলে বিশিষ্ট অথর্নীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, বাংলাদেশের যুব সমাজের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। তবে বাংলাদেশে সুস্থ রাজনীতির চর্চা ফিরে না আসা পর্যন্ত রাজনীতিতে সক্রিয় হবো না বলে মনস্থির করেছি।
সভায় সাবেক অথর্মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যার বিচার বিলম্বিত করার জন্য বতর্মান সরকারের কিছু রাজনীতিক ও পুলিশের কিছু কর্মকর্তা দায়ি করেন তিনি। এছাড়া তিনি এলাকার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ের উপরও বক্তব্য রাখেন।
গত সোমবার নিউইয়র্কে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় নবীগঞ্জ সমিতির সভাপতি কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী জামাল হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক নিউজার্সীর হেলডন এর কমিশনার দেওয়ান বজলু।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ সমিতির সাবেক সভাপতি মবশ্বির চৌধুরী, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, রুপালী ব্যাংকের সাবেক ডিজিএম শাহ ফারুক আহমদ, আবুল কে মজুমদার ও হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি সাব্বির কাজী, আব্দুল্লাহ রেজা স্বপন, গিয়াস উদ্দিন, শামীম আহমেদ, এমরান আহমেদ, লকুস আলী, এ ইসলাম মামুন, মাওলানা শাহান, ইয়াহইয়া, আজমান আলী, আব্দুল হক, তোফায়েল চৌধুরী, শাহ শ্যামল প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৫/মাহবুব