গত ১ ও ২ মে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা (ইংলিশ ও বাংলা) উদ্যোগে বার্ষিক স্কাউট ক্যাম্প ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। দু’দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (শিক্ষা ও শ্রম) রেজা-ই-রাব্বি।
স্কাউট ক্যাম্পে ৮২ জন কাব ও বয়েজ স্কাউট অংশ নেয়। রুমী সাঈদ ও শওকত আলী খানের তত্ত্বাবধানে ট্রেনার হিসাবে সহায়তায় করেন লাবলু ও শিউলি। ক্যাম্পে অংশগ্রহণকারী কাব ও বয়েজ স্কাউটরা সময়মতো নামাজ আদায়, নিজেদের বিছানাপত্র গোছানো, নাস্তা তৈরি, দৈনন্দিন জীবনের ঝুঁকি মোকাবেলা, অগ্নি নির্বাপণ ও দুর্ঘটনাকবলিতদের সহায়তাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
ক্যাম্পের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুলেটের কাউন্সিলর মো. মোকাম্মেল হোসেন, কনসাল আজিজুর রহমান, কনসাল আলতাফ হোসেন ও ইংলিশ স্কুল গভর্নিং বোর্ড চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির। প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল শহিদুল করীম ক্যাম্পে অংশগ্রহণকারী সব কাব ও বয়েজ স্কাউটদের বিপন্ন মানুষের সহায়তায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।পরে অংশগ্রহণকারী কাব ও বয়েজ স্কাউটদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৭ মে, ২০১৫/ রশিদা