যুক্তরাজ্যের সাধারণ (পার্লামেন্ট) নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। এ জন্য মা শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসনের ভোট গণনা কেন্দ্রে এসেছেন টিউলিপ সিদ্দিক।
স্থানীয় সময় রাত ১টায় মা ছাড়াও স্বামী ক্রিস পার্সি, ভাই রেদোয়ান সিদ্দিক ববি, বোন রূপন্থী ও রাজনীতিক আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে ভোট গণনা কেন্দ্রে ঢোকেন টিউলিপ। এ সময় তাকে হাস্যজ্জ্বল দেখাচ্ছিল।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব