যুক্তরাজ্যের সাধারণ (পার্লামেন্ট) নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। এ জন্য লন্ডনের বাঙালি অধ্যুষিত বেথনালগ্রিন বো আসনের লেবার দলীয় প্রার্থী ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি এমপি রুশনারা আলী ভোট গণনা কেন্দ্রে এসেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে তিনি কেন্দ্রে ঢোকেন। এ সময় তার সঙ্গে রয়েছেন পার্শ্ববর্তী আসন পপলার এন্ড লাইম হাউসের লেবার দলীয় প্রার্থী সাবেক মন্ত্রী জিম ফিটজ পেট্রিক। এ সময় রুশনারাকে খুব হাস্যজ্জ্বল ও আত্মপ্রত্যয়ী দেখাচ্ছিল।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব