বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং ড. রুপা হক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত এবং রুশনারা আলী পুনরায় জয়ী হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা বাংলাদেশিরা।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. এম এ বাতিন, সদস্য-সচিব মশিউল আলম জগলু, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিক ড. নূরন্নবী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনীতিক ড. প্রদীপ রঞ্জন কর প্রমুখ।
বিবৃতিতে বক্তরা বলেন, ‘নিজেদের বিশ্ব নাগরিক হিসেবেই ভাবতে যারা ভালোবাসেন, গ্লোবাল ভিলেজ মতবাদের পক্ষেই তাদের অবস্থান। বিশ্ব নাগরিকত্বের পথে নিজেদের একধাপ এগিয়ে নিয়ে গেলেন বাঙালির অহংকারের প্রতীক এই ৩ নারী। ব্রিটিশ পার্লামেন্টের তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে সদস্য হিসেবে জয়ী হয়ে আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডলে বাঙালির জয়যাত্রায় নতুন নেতৃত্বের সারিতে নিজেদের নাম যুক্ত করলেন তারা। এ বিজয় স্বাভাবিক কোন ঘটনা নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে বাঙালির উত্থানের ক্ষেত্রে এক অবিস্মরণীয় ঘটনা। তাদেরকে আমাদের প্রাণঢালা আন্তরিক অভিনন্দন।’
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৫/মাহবুব