বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন পিন্টুর অকাল মৃত্যুতে শুক্রবার ৮ই মে জেদ্দা মহানগর বিএনপি এক শোকসভায় আয়োজন করে।
জেদ্দা মহানগর বিএনপির সভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেন রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন মারুফ, শাহ আলম, শাহাজান, এরশাদ আহমেদ, বাহার উদ্দিন বাদল সহ মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অনতি বিলম্বে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর কারাগারে মৃত্যুর ঘটনার তদন্ত ও খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্দীদের শর্তহীন মুক্তির দাবি করেন। পরে নাছির উদ্দিন পিন্টুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ মে, ২০১৫/ রশিদা