ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মর্টারশেলের আঘাতে সৌদিতে কর্মরত কুমিল্লার এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (২৭)।
গত ৫ মে সৌদি আরবে মর্টারসেলের আঘাতে তিনি নিহত হয়েছেন। সৌদি আরব থেকে নিহতের ফুপা তাজুল ইসলাম ফোন করে বিষয়টি তার গ্রামের বাড়িতে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল বেলা তাজুল ইসলাম ও মিজান নাস্তা খেয়ে সৌদি আরবের নাজরান নামক স্থানে কাজ করতে যান। আনুমানিক ১১টার দিকে হঠাৎ একটি মর্টারসেল তার উপর এসে পড়ে। ঘটনাস্থলে মিজান মারা যায়। এ ঘটনায় বাংলাদেশের বরগুনার আরেক শ্রমিক আবদুল জলিল মারা যান। নাজরান এলাকাটি সৌদি আরব ও ইয়েমেন রাষ্ট্রের সীমান্ত এলাকায়।
৮ বছর পূর্বে মিজান সৌদি আরব যান। মিজানরা ৮ ভাই-বোন। সে পরিবারের বড় ছেলে। তার এক ভাই অবৈধ ভাবে ওমানে আছেন। আর এক ভাই প্রতিবন্ধী। বাবা দীর্ঘদিন অসুস্থ। একমাত্র উপার্জনকারী মিজানুর রহমানকে হারিয়ে পরিবারের সদস্যরা অসহায় বোধ করছেন। তাদের পরিবারে এখন শোকের মাতম চলছে। নিহত মিজানের লাশ বর্তমানে সৌদি আরবের নাজরান এলাকার খাউজিয়া হাসপাতালে রয়েছে। লাশটি আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানানো হয়েছে।