বাংলাদেশ জাতীয় সংসদের বিদুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম এমপি বলেছেন, '২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গুটিকতক দুষ্টলোক, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা সাম্প্রতিক সময়ে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কিন্তু দেশপ্রেমিক জনতা ওদের পর্যুদস্ত করে দিয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে এখন দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ।'
শনিবার রাতে নিউইয়র্কে প্রবাসী লাকসাম-মনোহরগঞ্জবাসী প্রদত্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম আরও বলেন, 'সারাদেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। তারই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জ উপজেলাও পিছিয়ে নেই।' তিনি বলেন, উন্নয়নের পূর্বশর্ত হিসেবে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিদু্ৎ সরবরাহের কাজ দ্রুত গতিতে চলছে। ফলে ডিজিটাল বাংলাদেশ রচনার জন্যে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের যে পরিকল্পনা, তাও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।'
তাজুল ইসলাম এমপি বলেন, 'বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। জাতিসংঘের বিভিন্ন ফোরামে আমি যে সম্মান পাচ্ছি তা বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজেরই বহি:প্রকাশ।' তিনি বলেন, প্রবাসীরা হচ্ছেন শেখ হাসিনার বিশেষ দূত। কারণ, প্রবাসীরাও অকুণ্ঠ সমর্থন দিচ্ছেন চলমান উন্নয়ণ কর্মকাণ্ড ত্বরান্বিত করতে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠাচ্ছেন বলেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে কোন সময়ের চেয়ে বেশী। প্রবাসীদের এই অবদানকে সবসময় স্বীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের ব্যাপারে বঙ্গবন্ধু কন্যার যে মমত্ববোধ, তা আর কারোর মধ্যে দেখা যায় না।'
জাতিসংঘে 'সকলের জন্যে টেকসই জ্বালানী' সম্পর্কিত অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাজুল ইসলাম নিউইয়র্কে এসেছেন। জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারের এই সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথি ছিলেন মূলধারায় আইটি সেক্টরে বাংলাদেশীদের চাকরি পাইয়ে দেয়ার পথপ্রদর্শক 'পিপল এনে টেক'র কর্ণধার ইঞ্জিনিয়ার আবু হানিফ। সংবর্ধনা কমিটির আহবায়ক হোসেন আহমেদ, সদস্য সচিব মাওলানা রহমান মাহমুদ, প্রধান সমন্বয়কারী আব্দুল খালেক, বৃহত্তর লাকসাম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শিব্বির আহমেদ, বৃহত্তর কুমিলস্না সমিতির সাবেক সভাপতি হাজী মতিন, আলী আক্কাস প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৫/মাহবুব