সৌদি আরবে দেশীয় পণ্যের বিপণন বাড়ানো ও বাজার নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের আইন ও বিচার বিভাগীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়ায়ুল হক মৃধা।
রাজধানী রিয়াদে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জিয়ায়ুল হক মৃধা আরও বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের মত রপ্তানীযোগ্য পণ্যের সরবরাহ বাড়াতে হবে। পণ্যের গুণগত মান ঠিক রাখলে অচিরেই সৌদি আরবের বিশাল বাজার নিজেদের নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যবসায়ী নেতা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, এম কামাল, আবুল হামান, আরিফ আলী ইউসুফ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৫/মাহবুব