বাহরাইনে এক বাঙালি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম জুয়েল ইসলাম (২৮)। গত মঙ্গলবার স্থানীয় গুদাইবিয়া বাংলা রেস্টুরেন্টের ওপর নিজ কক্ষের পাশে থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে হুরা থানা পুলিশ।
নিহত জুয়েল মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদা গ্রামের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের পুত্র। তার লাশ বর্তমানে সালমানিয়া হসপিটালের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস অনুমোদিত জনকল্যাণমূলক কাজের প্রতিনিধি তাজউদ্দিন আহমদ।
স্থানীয় সূত্র জানায়, বিয়ের কিছুদিন পর ছয় মাস পূর্বে বাহরাইনে প্রবেশ করে জুয়েল ইসলাম। এরপর থেকে পারিবারিক সমস্যায় ভুগতে থাকে সে। বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে জুয়েল। এরপর গত রোববার থেকে নিখোঁজ হয়ে যায় সে। মঙ্গলবার অন্যান্য শ্রমিকরা তার লাশ ওই কক্ষে ঝুলে থাকতে দেখে তাজউদ্দিন আহমদকে খবর দেয়। তাজউদ্দিন ঘটনাটি রাষ্ট্রদূতকে জানালে তিনি লাশটি উদ্ধারের জন্য নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৫/ রশিদা