সৌদিআরব দীর্ঘদিন পর আবারও বিনামূল্যে বাংলাভাষীদের জন্যে পবিত্র কুরআনের অনুবাদ প্রকাশ করেছে। সৌদিতে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলকে এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় ছাপাখানা কিং ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্সের শীর্ষস্থানীয় একজন কর্মকতা।
সৌদির বাদশার আমন্ত্রণে বাংলাদেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব পবিত্র ওমরাহ পালন এবং মক্কা মদিনা জিয়ারতসহ দর্শনীয় স্থান ভ্রমণের জন্য গত ২০ মে বাংলাদেশস্থ সৌদি দূতাবাসের ব্যবস্থাপনায় তারা সৌদিতে পৌঁছান। ১০ দিনের সফর শেষে আগামী ৩০ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে শনিবার প্রতিনিধিদলের সদস্যরা মুসলিম বিশ্বের শীর্ষ আলেম ও মসজিদে নববীর খতিব ড. আলী আবদুর রহমান হোযাইফীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা হলেন: বিচারপতি এসএম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শহীদ আখতার হোসাইন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এম আসাদুজ্জামান মিয়া, চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মামুন,অর্থনিতীবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ,এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হায়দার আলী,সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ,অধ্যাপক আবদুল মাবুদ,অধ্যাপক কুরবান আলী,মাওলানা উবাইদুর রহমান খান নদবী, টিভি উপস্থাপক গাজী মোহাম্মদ সানাউল্লাহ প্রমুখ।
প্রায় এক যুগ পর আবারও সৌদি সরকার কর্তৃক বিনামূল্যে পবিত্র কুরআনের বাংলা অনুবাদকৃত কোরআন বিতরণের এই প্রকল্পটি চালু করায় সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ মে, ২০১৫/ রশিদা