বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান বলেছেন, একাত্তরের ঘাতকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশ এবং প্রবাসের মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের পক্ষে অবিচল আস্থাশীল হয়ে কাজ করতে হবে। কারণ, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা পুনপ্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ উন্নয়নের পথে ধাবিতে হচ্ছে।
২১ মে শুক্রবার নিউইয়র্কে এনআরবি নিউজকে প্রদত্ত বিশেষ এক সাক্ষাতকারে হেলাল মোর্শেদ খান বলেন, 'মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দ্বিগুণ করে মাসিক ১০ হাজার টাকা করার ব্যাপারে প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মত হয়েছেন। এটি বড় একটি অর্জন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্যে।'
তিনি বলেন, 'একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে এবং এটি বাংলাদেশের আপামর মানুষের প্রাণের দাবি। এতদসত্বেও কোন কোন মহল বিদেশে অপপ্রচার চালাচ্ছে যে, বিচারের নামে নাকি বিরোধী দলকে টার্গেট করা হয়েছে। এমন জঘন্য অপপ্রচারের বিরুদ্ধে সকল প্রবাসীকে সোচ্চার হতে হবে।'
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনেও সম্মানের অধিকারী। এ সম্মানবোধকে জাগ্রত রাখতে হবে।'
ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে কৃতিত্বের সাথে বায়োলজিতে গ্র্যাজুয়েশন করেছেন হেলাল মোর্শেদের কন্যা। এ উপলক্ষে তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ৬ জুন পর্যন্ত থাকবেন পেনসিলভেনিয়ায় কন্যার সাথে। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ছাড়াও প্রবাসীদের একটি সমাবেশেও অংশ নেবেন বলে জানান এনআরবি নিউজকে।
হেলাল মোর্শেদ খানের সফর প্রসঙ্গে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. এম এ বাতেন বলেন, তালিকাভুক্ত সকল মুক্তিযোদ্ধার সাথেই চেয়ারম্যানের বৈঠক হবে। আমরা চেষ্টা করছি, শীঘ্রই নয়া কমিটি গঠনের প্রক্রিয়া সমাপ্ত করতে। এ ব্যাপারে হেলাল মোর্শেদ খান এনআরবি নিউজকে বলেন, 'প্রবাসের মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইয়ের পরই নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর আগ পর্যন্ত সকলকে ড. বাতেনের নেতৃত্বে এক যোগে কাজ করতে হবে।'
বিডি-প্রতিদিন/২৪ মে ২০১৫/ এস আহমেদ