দুই ব্যক্তির দণ্ড কার্যকরের মধ্য দিয়ে সোমবার এ বছরের শততম শিরশ্ছেদ পূর্ণ করল সৌদি আরব। মাদক চোরাচালানের দায়ে এক সিরীয় এবং হত্যার দায়ে এক সৌদি নাগরিকের দণ্ড কার্যকরের মাধ্যমে চলতি বছরের ১০০তম শিরশ্ছেদ করল দেশটি।
আরব নিউজ সূত্রে জানা গেছে, চোরাচালানের মাধ্যমে সৌদিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ অ্যাম্ফিটামিন ট্যাবলেট আনার অপরাধে সিরিয়ার নাগরিক ইসমাইল আল তাওমকে উত্তরাঞ্চল প্রদেশ আল জুফে এবং সৌদি নাগরিক রামি আল খালদিকে অপর এক সৌদি নাগরিককে ছুরিকাঘাত করে হত্যার দায়ে পশ্চিমাঞ্চল প্রদেশ আল তায়েফে শিরশ্ছেদের মাধ্যমে তাদের দণ্ড কার্যকর করা হয়। সৌদি
আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবের আইন অনুযায়ী মাদক চোরাচালান, ধর্ষণ, খুন, ডাকাতি ও অপহরণের শাস্তি মৃত্যদণ্ড।
উল্লেখ্য, গত বছর দেশটিতে ৮৭ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। এ বছরের প্রথম ছয় মাস না যেতেই তা ১০০ জনে পৌঁছেছে, তবে সৌদিতে ১৯৯৫ সালে সবচেয়ে বেশি ১৯২ জনের শিরশ্ছেদ করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন, ২০১৫/ রশিদা