সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় বাংলাদেশ দূতাবাসের শিফাস্থ কনস্যুলার অফিস পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী এ সময় দূতাবাসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবর নেন।
মন্ত্রীর পরিদর্শনকালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র ওমরাহ পালনের জন্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৌদি আরব এসেছেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ২১ জুন, ২০১৫/ রশিদা