ইফতার উপলক্ষে প্রবাসীদের মিলনমেলা বসেছিল নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। দলমত-নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণে শনিবার এমন ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের হোস্ট করে ফেনী জেলা সমিতি। সমিতির সভাপতি জসীম ভূঁইয়া সকলকে স্বাগত জানান এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির প্রশ্নে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।
সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন এই মাহফিলে। এর ফলে পালকি পার্টি সেন্টার রোজাদার নারী-পুরুষে পরিপূর্ণ হয়ে যায়। উল্লেখ্য, বেশ ক’বছর পর এবার ফের সকল বাংলাদেশি তথা সকল মুসলিম-আমেরিকান একইসঙ্গে রোজা শুরু করেছেন। এটিও প্রবাসীদের মধ্যে ভিন্ন এক আমেজ তৈরি করে।
ফেনী জেলা সমিতির এ আয়োজনে বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, কম্যুনিটি লিডার ফখরুল আলম, জয়নাল আবেদীন, আব্দুর রব, বেলাল মাহমুদ, রফিক পাটোয়ারী, কামালউদ্দিন, সাইদুর রহমান সাঈদ, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যুবনেতা এম এ বাতিন, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমেদ প্রমুখ ছিলেন অতিথি হিসেবে। নিউইয়র্ক হতে প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরাও ছিলেন মাহফিলে।
পবিত্র কোরআন থেকে পাঠের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে। তিনি পবিত্র রমজানের সংযমের শিক্ষায় সকল বাংলাদেশিকে দেশের সার্বিক কল্যাণে দ্বিধা-বিভক্তি পরিহারের আহ্বান জানান এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির জন্যে পরম করুণাময়ের দয়া প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/ ২১ জুন, ২০১৫/ রশিদা