আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে 'বঙ্গবন্ধু ও উন্নয়নের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে আবুধাবী আওয়ামী লীগ। আবুধাবীর সেন্ট মেরীন হোটেলে হল রুমে সংগঠনের সভাপতি শহিদুল্লাহ শহিদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ।
সভায় বক্তরা বলেন, '১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর দেশ একটি খুঁটিবিহীন ঘরের মতো ছিল, বঙ্গবন্ধু ও তার কন্যার হাত ধরে দেশ আজ উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছে। শিক্ষা, বিদ্যুৎ, কৃষি খাতে ব্যাপক সাফল্য অর্জন করলেও একটি মহল বারবার বিদেশী প্রভুদের কাছে হাত পেতে আসছে।' বক্তারা আরো বলেন, আওয়ামী সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের নামে দেশের মানুষকে ইস্যুবিহীন কষ্ট দেয়া তাদের নিত্য রুটিনে পরিণত হয়েছে।'
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিন মিয়া, এমদাত হোসেন, শফিকুল ইসলাম, ইউছুফ সিকদার, মুহাম্মদ শাহজাহান, মাহবুবুল হক শুভ, তোফায়েল আহমেদ সেলিম, প্রকৌশলী নজরুল ইসলাম, নজরুল ইসলাম মনছুর, জামাল উদ্দিন রাশেদ, মনিরুল হক টিপু, বশির ভূইয়া, কামাল উদ্দিন, মাহবুবুল আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/শরীফ