ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) ২৯তম বাংলাদেশ সম্মেলন শুরু হচ্ছে ৪ থেকে ৬ সেপ্টেম্বর। এই উপলক্ষ্যে তিনদিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও খ্যাতনামা লেখক ড. জাফর ইকবাল, দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজাম ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তসহ দেশ ও প্রবাসের খ্যাতনামা রাজনীতিক, সাংবাদিক, লেখক, বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ফোবানার হোস্ট কমিটির উদ্যোগে ২৯ জুন সোমবার বিকালে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় এক প্রস্তুতি সমাবেশে আরো জানানো হয়, ‘হৃদয়ে আকাশ প্রকাশে বাঙালি’ শ্লোগানে উজ্জীবিত এ সম্মেলনে ব্যবসা ও বিনিয়োগ, তথ্য-প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, অটিজম, স্বাস্থ্য, মূলধারার রাজনীতি ইত্যাদি বিষয়ক সেমিনার অনুষ্টিত হবে।
বিডি-প্রতিদিন/ ৩০ জুন, ২০১৫/ রোকেয়া।