সৌদি আরবের আল কাসিম প্রদেশে অন্তত ৪ হাজার ৯৪ জন অবৈধ শ্রমিককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।
রমজান মাসের শুরু থেকে এখন পর্যন্ত বুরাইদা এলাকার সৌদি শ্রম দফতরের সঙ্গে পুলিশের সমন্বিত অভিযানে এ সব অবৈধ শ্রমিকদের গ্রেফতার করা হয়।
আল কাসিমের পুলিশের মুখপাত্র মেজর বদর আল সুহাইবানি বিষয়টি নিশ্চিত করেছেন।
আরব নিউজ সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, শপিং মল এবং শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। যাদের বেশি ভাগই বসবাস এবং কাজের আইন-কানুন ভঙ্গকারী। আটককৃতদের তদন্তের পর প্রত্যেকের অপরাধ অনুযায়ী জেল ও জরিমানার পর দেশে ফেরত পাঠানো হবে বলে জানান মেজর বদর আল সুহাইবানি।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৫/মাহবুব