মালয়েশিয়ায় মানবপাচারকারী সন্দেহে ২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে সন্দেহভাজন ৭ মিয়ানমার মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার মালয়েশিয়ার কেদাহ অঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে মালয়েশিয়া পুলিশের ইন্সপেক্টর-জেনারেল তান শ্রী খালিদ আবু বাকার জানান, মানবপচারকারী সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খাতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব