আরব আমিরাতের হিল সিটি খ্যাত রাস আল খাইমাহ প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিবছর রমজানে কয়েক দিন বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের নিয়ে ইফতার আয়োজন হলেও এবার কেন্দ্রের কার্যনির্বাহী কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এম এ মুছার নেতৃত্বে ত্রিশ রোজাতেই গণ ইফতারের স্বিদ্ধান্ত নেয়া হয়।
এই লক্ষ্যে প্রথম রমজান থেকে প্রতিদিন প্রায় ৪ শতাধিক প্রবাসী এই ইফতারে অংশগ্রহণ করছেন- এমনটি জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মুছা। সম্মিলিত ইফতারে সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা ছাড়াও সার্বিক সহযোগিতা করছেন আহম্মদ নামে একজন আরব অদিবাসী।
এম এ মুছা জানান, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এ সংগঠনের প্রধান লক্ষ্যই ছিলো পরদেশে বাংলাদেশের পতাকা উড়ানো এবং প্রবাসে বসবাসরত পরিবারের সন্তানদের নিজস্ব শিল্প-সাহিত্য-সংস্কৃতির শিক্ষা দেয়া। এসব কাজের পাশাপাশি প্রতি বছর সম্মিলিত ইফতারের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। একসাথে অনেক প্রবাসী বাংলাদেশি বসে ইফতার করতে পেরে ভালই লাগছে।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব