বাহরাইনের আমওয়াজ এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের মৃতদেহ সালমানিয়া হসপিটাল মর্গে রাখা হয়েছে।
নিহত মো. ফয়সাল (৩৪) কুমিল্লার সদর দক্ষিণের রাজাপাড়া গ্রামের অহিদুর রহমানের পুত্র। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।
নিহতের আত্মীয় ও দূতাবাস সূত্রে জানা যায়, ফয়সাল বাহরাইনের কুয়েস্ট রিয়েলিটি নামে একটি কোম্পানিতে কাজ করতেন। কাজ শেষে গত ২৯ জুন সাইকেলযোগে বাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। তার মৃতদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের জনকল্যাণ কাজের প্রতিনিধি তাজউদ্দিন সিকান্দার।
বিডি-প্রতিদিন/ ০৩ জুলাই, ২০১৫/ রশিদা