৪ মে, ২০১৬ ১০:০৬

মে দিবসে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশ

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ:

মে দিবসে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশ

মে দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবৈতনিক আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপির অপপ্রচারের ঘটনাবলী সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।’ তিনি বলেছেন, ‘রাষ্ট্রীয়ভাবে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে জয় অবৈতনিক উপদেষ্টা হিসেবে দেশের সেবা করছেন, এটি জনসমক্ষে উপস্থাপন করা সত্ত্বেও বিএনপি-জামাত পন্থি একদল জ্ঞানপাপী লাগাতারভাবে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এ যুগে মানুষকে অত বোকা ভাবার কোনই অবকাশ নেই।’ হাসিব উল্লেখ করেন, শুধু জয়ই নন, বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র ববিও উচ্চ বেতনের চাকরি ছেড়ে বাংলাদেশের সেবায় নিয়োজিত রয়েছেন।’ 

সোমবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি জয়নুল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকারিয়া চৌধুরী,  নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মহি উদ্দিন মহি,  মুক্তিযোদ্ধা ফিরোজ পাটওয়ারী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন এবং জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খসরু ও যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী তারেক।  

শ্রমিক লীগ নেতা মীর জাকির হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এরপর মহান মে দিবসের আত্মত্যাগকারী শ্রমিকসহ আজ অবধি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিহত ব্যক্তিবর্গের আত্মার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। 

সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ওয়াহিদ কাজী এলিন। স্বাগত বক্তব্য দেন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রুহেল চৌধুরী। 

 

বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর