১১ মে, ২০১৬ ১৪:০১

নিজামীর ফাঁসি কার্যকরে প্রবাসে উল্লাস

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ:

নিজামীর ফাঁসি কার্যকরে প্রবাসে উল্লাস

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ইউএস কমিটি ফর সেক্যুলার এ্যান্ড ডেমক্র্যাটিক বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টার, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, বস্টনের নিউইংল্যান্ড আওয়ামী লীগ, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ, পেনসিলভেনিয়া স্টেট বঙ্গবন্ধু পরিষদসহ সেখানে বসবাসরত মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসি কার্যকরের পর পৃথক পৃথক বিবৃতিতে এসব সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, ‘ফাঁসিতে ঝুলিয়ে বদর কমান্ডার নিজামীর রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতির কলঙ্কমুচনের বড় একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলো। ত্বরান্বিত হলো একাত্তরের শহীদদের রক্ত ঋণ পরিশোধের পরিক্রমা।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিজামীর আরও অনেক সহযোগী এখনও ধরাছোঁয়ার বাইরে, তাদেরকেও কাঠগড়ায় নিতে হবে। অন্যথায় মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র চিরতরে নির্মূল করা কঠিন হয়ে পড়তে পারে।’

বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. এম এ বাতেন, সাবেক কমান্ডার নূরনবী, বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবু তাহের, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান এবং জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং আব্দুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি শাহীন ইবনে দিলওয়ার, ইউএস কমিটি ফর সেক্যুলার এ্যান্ড ডেমক্র্যাটিক বাংলাদেশের সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট ড. নূরন্নবী, বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি শিতাংশু গুহ।

এ ছাড়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর এবং সেক্রেটারি স্বীকৃতি বড়–য়া, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী অ্যাডভোকেট মোর্শেদা জামান এবং সেক্রেটারি আব্দুর রহমান মামুন, পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা কৃষিবিদ আশরাফুজ্জামান, বস্টনের নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান এবং সেক্রেটারি মোহাম্মদ জহির, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. কাদের মিয়া প্রমুখ। বিবৃতিতে জামায়াত-শিবিরকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে অবিলম্বে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।


এদনিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় আরও সন্তুষ্টি জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ আবু হাসনাত, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন এবং যুগ্ম আহবায়ক রুহেল চৌধুরী, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, তপন চৌধুরী, ড. আবু জালাল, সাহাবুদ্দিন রবি, যুগ্ম সাধারণ সম্পাদক তাসাদ্দুক হোসেন, জাহিদ তপু, রকিবুল চৌধুরী রনি, আবু আলম, মো. রহমান বাবুল, আজমল হোসেন, মিজানুর জুয়েল, আব্দুস সালাম এবং নিউ ইংল্যান্ড যুবলীগ সভাপতি সালাউদ্দিন সৈকত, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান ও নিউ ইংল্যান্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলীল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পেনসিলভেনিয়ায় বসবাসরত মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক আবু তাহের বীরপ্রতিক, সিটি আওয়ামী লীগের উপদেষ্টা মো. সেলিম এবং জাকারিয়া চৌধুরী, সভাপতি খায়ের মিয়া, সেক্রেটারি তোজাম্মেল হক, সহ-সভাপতি জাকিউল আলম, সহ-সম্পাদক মো. হারুন, মো. মুসা, নিউজার্সির মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইয়া, বিশিষ্ট প্রবাসী হারেস চৌধুরী, মুক্তিযোদ্ধা নূরল হক, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান,  মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আলী হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আলমগীর চেয়ারম্যান প্রমুখ।

বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর