২১ মে, ২০১৬ ১২:৪৬

নিউইয়র্কে ৩ দিনের বইমেলা চলছে

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ:

নিউইয়র্কে ৩ দিনের বইমেলা চলছে

নিউইয়র্কে গতকাল শুক্রবার বিকালে তিনদিনের 'আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা' শুরু হয়েছে। বাংলাদেশ, ভারত এবং বহির্বিশ্বের ২৫ জন খ্যাতনামা লেখক- সাহিত্যিক- শিল্পী-অভিনেতা-অভিনেত্রীর মঙ্গল প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে বইমেলার ২৫তম বার্ষিকীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। 

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পিএস-৬৯ এর মিলনায়তনে এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। ডাইভার্সিটি প্লাজা থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত এ মেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। আরও বক্তব্য রাখেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমীমা হোসেন, লেখক আনিসুল হক, অভিনেতা রামেন্দু মজুমদার এবং জামালউদ্দিন হোসেন, কবি গুলতেকিন খান, ছড়াকার লুৎফর রহমান রিটন, মুক্তিযোদ্ধা-লেখক ড. নূরন্নবী, মেলা ও উৎসব কমিটির আহ্বায়ক হাসান ফেরদৌস। 


বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর