সিনিয়র সাংবাদিক সন্তোষ মণ্ডল আর নেই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে স্থানীয় সময় সোমবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
নিউইয়র্কে এটিএন বাংলার বার্তা সম্পাদক ও প্রবাসী সাংবাদিক দর্পণ কবীর তার ফেসবুকে সোমবার মধ্যরাতে এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন 'এক সময়ের স্বনামধন্য ক্রাইম রিপোর্টার সন্তোষ মণ্ডল মারা গেছেন নিউইয়র্কে।'
অপরাধ প্রতিবেদক সন্তোষ মন্ডল চ্যানেল আইয়ের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার ছিলেন। এরপর ডেইলি সানেও কাজ করেন। সর্বশেষ তিনি অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমে কর্মরত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২১ জুন ১৬/ সালাহ উদ্দীন