বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাংলাদেশি আদিল চৌধুরী (১৮)। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় স্যান্ডি পয়েন্টের নিকট সাট্টাহুসি নদীতে গত বুধবার মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। কোব কাউন্টি পুুলিশের সার্জেন্ট ডানা পিয়েরস. শুক্রবার এ তথ্য জানিয়ে বলেন, ‘বন্ধুদের সাথে সাঁতার কাটার সময় আদিল হারিয়ে যান। এরপর দমকল বাহিনীর সাঁতারু দল বেশ কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর একইদিন রাত সাড়ে ৮টায় ১৬ ফুট পানির নিচে থেকে তার লাশ উদ্ধার করা হয়।’
পুুলিশ অফিসার আরও জানান, ‘খরস্রোতা এই নদীতে একই বয়সের আরেক তরুণের মৃত্যু হয়েছে গত ৬ মে। তার নাম ছিল এ্যারন আসের ডেনিয়েল। এর আগের মাসে ২২ বছর বয়সী আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।’
সিলেটের সন্তান আদিল চৌধুরী আটলান্টার শ্যাম্বলি শহরে বসবাসকারী মোহাম্মদ আলী চৌধুরী শেখর ও মা নানমতি চৌধুরীর একমাত্র তনয়। আদিলের একটি মাত্র ছোট বোন রয়েছে, নাম ইয়াসমিন। কয়েকদিন আগে আদিল কৃতিত্বের সাথে হাই স্কুল গ্র্যাজুয়েশন করেছিল। রোজা রেখেছিলেন আদিল। সে অবস্থায়ই তার এক অকাল মৃত্যুর সংবাদে কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার জুমআর নামাজের পর আদিলের জানাযা অনুষ্ঠিত হয় লরেন্সভিলে সিটিতে জর্জিয়া ইসলামিক সেন্টার মসজিদে। সেখানকার কবরস্থানেই তাকে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৬/ আফরোজ