কুয়েতে বাংলাদেশ দূতাবাস তৃতীয় কূটনৈতিক ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নশীপ ২০১৬ অংশগ্রহণ করে।
১৭ থেকে ২২ জুন ইন্দোনেশিয়া, সিয়েরা লিওন, মালয়েশিয়া, এবং মরক্কো দূতাবাসের সঙ্গে খেলে ম্যাচ জয়ী হয়।
সিয়েরা লিওন এর সাথে ০-১, মালয়েশিয়া ০-১, মরক্কো ০-২ এবং ইন্দোনেশীয় টিমের বিরুদ্ধে ৪-২ গোলে বাংলাদেশ দূতাবাসের টিম জয়ী হয়। ম্যাচ চলাকালীন সময়ে বিভিন্ন দেশের দূতাবাস প্রধান, কূটনৈতিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সে সময় সিয়েরা লিওন রাষ্ট্রদূত মিস্টার ইবরাহিম বাকার কামারা, বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান এস এম মাহবুবুল আলম বায়ান ফুটবল গ্রাউন্ডে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৮ জুন ১৬/ সালাহ উদ্দীন