সংযুক্ত আরব আমিরাতের শারজার আল দাইদ রোডে দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া দুর্ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৬/মাহবুব