ওমানে সড়ক দুর্ঘটনায় আবদুল হালিম খন্দকার (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামে।
বাংলাদেশ সময় সোমবার রাত ৯টার দিকে ওমানের মাস্কাটে গাড়িচাপায় তিনি নিহত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, ওমানের মাস্কাটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়িচাপায় হালিম খন্দকার ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ মাস্কাটের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার তার লাশ দেশে আনা হতে পারে।
বিডি প্রতিদিন/০২ আগষ্ট ২০১৬/হিমেল-১৫