'এসো বন্ধু হাতে হাত রেখে পৃথিবী আলোকিত করি' এই স্লোগানকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বন্ধু দিবস উদযাপন করেছে একঝাঁক সাহিত্য প্রেমী প্রবাসী।
আল আইনের গ্রীণ মুবাজ্জেরা পার্কে দিবসটি ঘিরে রবিবার সাহিত্য আড্ডায় উপস্থিত হয় স্বজন সমাবেশ, আমরা সবাই বাংলাদেশি ও জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত শাখার সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক মনির উদ্দিন মান্নার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাইম ট্রাভেল এন্ড কার্গোর ব্যবস্থাপক মনছুর আলী। কেক কেটে সাহিত্য আড্ডার সূচনা করেন জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত শাখার সভাপতি কবি মোহাম্মদ মুছা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লুলু ফ্যাশনের চেয়ারম্যান সাইফুল আলম সাইফ, অনলাইন টিভি ৭১ নিউজের প্রতিনিধি মুনজুর আলম, শারমিন আক্তার জেলি, জাফর উদ্দিন ভূঁইয়া, সরোয়ার আলম রনি, নুরুল গনি, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ০৯ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন