প্রবাস-প্রজন্মকে বাঙালির হাজার বছরের ঐতিহ্যেমণ্ডিত সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার সংকল্পে বিপুল উৎসাহে গত শনিবার নিউজার্সিতে অবস্থিত ‘সৃষ্টি একাডেমি অব পারফর্মিং আর্টস’ তাদের ১০ বছর পূর্তি উৎসব করলো। একইসাথে সংস্থাটির প্রথম সমাবর্তনও অনুষ্ঠিত হয়।
নিউজার্সির নিউ ব্রান্সউইক সিটির জর্জস্ট্রিট প্লে হাউজে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
অনুষ্ঠানে সুবর্ণা, বিচিত্রা, তমা ও আফ্রিদার পরিচালনায় নৃত্য পরিবেশন করে সৃষ্টি একাডেমির ছাত্রীরা। চিত্রিত কবিতার সাথে অভিনয় ও নৃত্যে অংশ নেয় আফজাল, রুমানা ও মালিহা। যন্ত্রসঙ্গীত (পিয়ানো) এবং জনপ্রিয় সঙ্গীত পরিবেশনে ছিল কীয়ান সাদী, মলি স্মীথ, যারাহ, রুবাবা ও আমরিন। ‘স্ট্যান্ডআপ কমেডি বাই শিপুল’ অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা সংযোজন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তিম্মী, আসমা, পিপলু এবং আফজাল। সুর সংযোজনে শোভন ও আলোক সম্পাদনায় ছিলেন সাদী। মঞ্চসজ্জায় নিপা এবং সামি। কবিতা পাঠ করেন সুবর্ণা ও আফজাল। বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলো শারমিয়া রয়, ফাইরোজ কবীর, রমিশা শেরিল খান, নোরা সিদ্দিক যারাহ, শাফানা ফারহিন খান, পাবোনি হক, পারিসা আজিজ, সোনিয়া রহমান, জয়নব কবীর, আমরিন আশরাফ, হৃদা রোমানা, লিয়োরা ইসলাম তারানা, লামিয়া সাঈদ, নওরীন সিদ্দিক, নূসাইবা নেহরীন আহমেদ, উর্মি মেহমান, ফারিয়া হোসাইন স্মৃতি, সাজাফ শওকত, অদিতি পাল চৌধুরী, আদ্রিতা মির্জা, রিয়ানা জামান এবং তাসফিয়া কামাল।
বিডি-প্রতিদিন/ ১০ আগস্ট, ২০১৬/ আফরোজ