ইতালির রোমে ৫ তলা থেকে পড়ে আক্তার হোসেন (৩৫) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকার মানিকদিতে। গত শনিবার (৬ আগষ্ট) রোমের সানপাওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আক্তার হোসেন বাসার রেলিং থেকে নিচে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে সে রেলিং থেকে পড়েছে, তা জানা যায়নি। স্থানীয় একটি হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ১৫ দিন আগে আক্তার হোসেন রোমে এক সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন। সেই থেকে তার মানসিক ভারসাম্য স্থির ছিল না। মরহুমের স্ত্রী ও ২ শিশু কন্যা রয়েছে।
আক্তার হোসেনের এ অকাল মৃত্যুতে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দকী বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রসুল কিটনসহ প্রবাসি বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ