সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার দিকে মৃতদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গায় খবর পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত ব্যক্তিরা হলেন- নলডাঙ্গা উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন (৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন ওই চার ব্যক্তি। বুধবার বিকেলে এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই তাদের মৃত্যু হয়।
খাজুরিয়া গ্রামের বাসিন্দা বকুল মাস্টার জানান, চারজনের মৃত্যুর খবর পৌঁছানোর পরই খাজুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।
বিডি-প্রতিদিন/এস আহমেদ